গুগল ম্যাপে Nafakum Bandarban লিখে সার্চ করলেই ভেসে ওঠে আল্লাহর নাম

গুগল ম্যাপে বান্দরবানের নাফাকুম  [Nafakum] নামের একটি জায়গায় আল্লাহ্ শব্দ লেখা দেখা গিয়েছে। 
এই ঘটনায় বিস্মিত হয়েছে বিশ্ববাসী। বান্দরবান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় গুগল ম্যাপের স্যাটেলাইট অপশনে গিয়ে একটু জুম করলে দেখা যায় ছোট ছোট পাহাড়ের খাঁজের মাধ্যমে সৃষ্ট সাদা অংশটি আল্লাহ্‌ লেখায় ভেসে উঠেছে। ইতিমধ্যেই এই ছবিগুলো ফেইসবুক সহ বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে। 



তবে জায়গাটি মানুষের হাতে তৈরি নাকি প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। গুগল কতৃপক্ষও ইতিমধ্যে সেই জায়গার উপর Allah Word লিখে চিহ্নিত করে দিয়েছে।

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad