নিউজিল্যান্ডের মাটিতে জয় পেলো বাংলাদেশ টেস্ট খেলা

পঞ্চম দিনে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন নাজমুল হোসেন। কিন্তু দ্বিতীয় ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেয়ায় সাদমানকে তুলে নেন টিম সাউদি। দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।


নিউজিল্যান্ডকে অল আউটের পেছনে বড় ভূমিকা রেখেছেন এবাদত হোসেন। আগের দিন তিনি নিয়েছেন চার উইকেট। শেষ দিনে তিনি নিয়েছেন রস টেলর আর কাইল জেমিসনকে। তাসকিন আহমেদ নিয়েছেন রাচিন রবীন্দ্র আর টিম সাউদির উইকেট। ট্রেন্ট বোল্টের পঞ্চম উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন হাসান মিরাজ।



বাংলাদেশকে নিউজিল্যান্ড হারিয়ে প্রথমবারের মতো দেশ টেস্ট খেলায় জয় লাভ করে তাতে বাংলাদেশের মানুষ। জয়ের মহানায়ক বাংলাদেশের প্রেসার এবাদত হোসেন।




টেস্ট খেলায় অসংখ্যবার করার কারণে তাকে বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা স্বামীহারা। বলার তাসকিন আহমেদ আহমেদ ভালো বোলিং করেছে টেস্ট খেলায় বাংলা নিউজ এবং তাতে আমাদের সকলের জন্য একটা ভালো ইনিংস উপহার দেয় আমার জানালাতে এবং টিভির কাছাকাছি গিয়ে যাপন করতে দেখে ভালো লাগে।

আমরা যদি এভাবে পারফরম্যান্স করতে পারি তাহলে সামনে আমরা সবাই ভালো একটা টিম হিসাবে তৈরী হোক এই কামনা করি।



প্রথম ইনিংসে ৩২৮ রানে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেয়ার পর ব্যাট হাতে বাংলাদেশ ৪৫৮ রানের বড় সংগ্রহ গড়েছিল। এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি- সব সংস্করণ মিলিয়ে ৩২-ম্যাচের জয় খরার অবসান ঘটলো বাংলাদেশের। সেই সঙ্গে দেশের মাটিতে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্টের অপরাজেয় যাত্রাও থামল এই পরাজয় দিয়ে।


মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের কোন সংস্করণেও এটাই বাংলাদেশের প্রথম জয়। লিটন কুমার দাস ভালো একটা ইনিংস উপহার দেয়।



এরপর নাজমুলকে নিয়ে ৭৫ বলে ৩১ রানের জুটি গড়েছিলেন মুমিনুল। কিন্তু কাইল জেমিসনের বলে স্লিপে রস টেলরের হাতে ক্যাচ হয়ে মাঠ ছাড়তে হয় নাজমুলকে। এরপর মুশফিকের বাউন্ডারি দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচ সেরা হয়েছেন এবাদত হোসেন চৌধুরী।

Tags

Post a Comment

1 Comments
  1. casimba bonus code, $1 casino bonus - Free spins, no deposit윌리엄힐 윌리엄힐
    12bet 12bet
    mobile bet365 mobile bet365
    나폴리스 먹튀 폴리스 먹튀 응설

    ReplyDelete

Top Post Ad

Bottom Post Ad