শনিবারে বিদ্যুৎ থাকবে না সিলেটের বেশ কয়েকটি এলাকায়


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ ২এর বোরহান উদ্দিন ১১ কেভি ফিডারের জরুরী মেরামত ও সংস্কার  কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শনিবার (২৬ ডিসেম্বর) বন্ধ থাকবে। 


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ ২এর নির্বাহী প্রকৌশলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা, নয়াবস্তি, উপশহর ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-এইচ, ব্লক-জি, ব্লক-ডি, ব্লক-সি, স্প্রীং টাওয়ার ও আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad