ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% ছাড়


দেশের অন্যতম ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান এক্সনহোস্ট প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ব্ল্যাকফ্রাইডে মেগা সেল।ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্ট তাদের হোস্টিং সার্ভিসে ২৫ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে।


ব্ল্যাকফ্রাইডে হলো বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগা সেলের দিন, যা পশ্চিমা বিশ্বে থ্যাংকসগিভিং ডে এর পরের দিন ব্ল্যাকফ্রাইডে হিসেবে পরিচিত। এইদিনে সকল ব্যবসায়ীরা তাদের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষভাবে মূল্যছাড় দেন। ২৭ নভেম্বর থেকে ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে খুব সহজেই কুপন কোড ব্যবহার করে কাস্টমাররা ছাড়ের সুবিধা পাবেন এই লিংক থেকে 

https://www.exonhost.com/blackfriday


কাস্টমাররা বিকাশ/ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই এক্সনহোস্ট থেকে ডোমেইন হোস্টিং, ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার কিনতে পারবেন।


এক্সনহোস্ট হচ্ছে পার্পল আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। পার্পল আইটি লিমিটেড আইসিএএনএন (ICANN) স্বীকৃত রেজিস্ট্রার কোম্পানি যাঁরা দেশে এবং বিদেশে ডোমেইন রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট। এরই মধ্যে সিপ্যানেল, লাইটস্পিডসহ বিশ্বের বিভিন্ন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠান।

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad