বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা - কমন উপযোগী

বিভিন্ন চাকরির পরীক্ষার আসা ৫০টি বাগধারা একনজরে দেখে নিনঃ

১ প্রশ্ন অন্ধকার দেখা অর্থ হতবুদ্ধি। ২ প্রশ্ন উত্তম মধ্যম বলতে কি বুঝায় অর্থ প্রহার করা। ৩ বিড়াল তপস্বী কথাটির অর্থ কি অর্থ অপদার্থ। ৪ আদিখ্যেতা বাগধারাটির অর্থ কি অর্থ ন্যাকামি। ৫ কোন বাগধারার দ্বারা ভনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা। ৬ দস্ত ব দস্ত কথার অর্থ কি অর্থ হাতে হাতে। ৭ পটল তোলা এই ববাগধারাটির সঠিক অর্থ কোনটি অর্থ মারা যাওয়া। 




৮ ঢাকের কাঠি বাগধারার অর্থ তোষামুদে। ৯ কোনটি ভিন্নার্থক অর্থ আকাশ পাতাল। ১০ কংস মামা বলতে বুঝায় অর্থ নির্দয় আত্নীয়। ১১ নদের চাঁদ বাগধারার অর্থ কি অর্থ অহমিকাপূর্ণ বস্ত। ১২ গোবর গনেশ দিয়ে কি বুঝানো হয়েছে অর্থ মূর্খ। ১৩ নিম্নের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্ঠতার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন অর্থ বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠী সেও মারা গেল।




১৪ প্রশ্ন ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে অর্থ খোদার খাসি। ১৫ সঁপে নেউলে কথাটির অর্থ কি শত্রুতা। ১৬ আমড়া কাঠের ঢেঁকি বলতে বুঝায় অর্থ অপদার্থ। ১৭ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে অর্থ বন্ধ হওয়া। ১৮ চোখের বালি অর্থ কি কৃতঘ্ন। ১৯ সুসময়ে বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয় অর্থ সুখের পায়রা। ২০ ভুষন্ডির কাক অর্থ কি অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। ২১ ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে অর্থ গোপন গুন। ২২কোন বাগধারাটি ভিন্নার্থক অর্থ উত্তম মধ্যম। ২৩ ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি অর্থ একাদশে বৃহষ্পতি। ২৪ বাগধারা অর্থ নির্নয় করুন ধর্মের শার অর্থ অকর্মণ্য। ২৫ কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক অর্থ ঢাকের তোলা ঢাকের বায়া। ২৬ সে তোমার মাথা খেয়েছে এ বাক্য খাওয়ার অর্থ কি অর্থ সর্বনাশ করা। ২৭ বক দেখানো বাগধারাটির অর্থ কী অর্থ অশোভনভাবে বিদ্রুপ করা। 




২৮ চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম। ২৯ কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি কুপরামর্শ দেয়া। ৩০ কোন  সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক অর্থ ঔষধ ধরা। ৩১ লক্কা পায়রা বাগধারা সঠিক অর্থ কি অর্থ ফুলবাবু। ৩২ গায়ে ফুঁ দিয়ে বেড়ান বাগধারাটির অর্থ কি অর্থ কোন দায়িত্ব গ্রহণ না করা। ৩৩ বিষ নেই তার কুলপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ৩৪ তালকানা এর অর্থ কি অর্থ বেতাল হওয়া। ৩৫ অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি অর্থ শেষ বিদায়। ৩৬ কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক অর্থ সাথেও না পাঁচেও না। ৩৭ বড়ল পিরিত বালির বাঁধ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ভঙ্গুর। ৩৮ উলু খাগড়া বলতে কি বোঝায় অর্থ নিরীহ প্রজা। ৩৯ ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি অর্থ কথায় চিড়া ভিজা। ৪০ যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় অর্থ গভীর জলের মাছ। 





৪১ হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ কর্মব্যস্ত থাকা। ৪২ ধরি মাছ ছুঁই পানি এটি এলো অর্থ প্রবাদ বাক্য। ৪৩ ফেকলু পার্টি বাগধারাটির অর্থ কী অর্থ কদরহীন লোক। ৪৪ আমড়া কাঠের ঢেঁকি এর অর্থ কি অকেজো। ৪৫ সাতকাহন বাগধারার অর্থ কি অর্থ প্রচুর পরিমাণ। ৪৬ বাগধারার অর্থ নির্ণয় করুন অর্থ পক্ষপাতদুষ্ট। ৪৭ শব্দের মুখ্য অর্থকে বাচ্যার্থ বলে যেমন নদী চন্দ্র সূর্য ইত্যাদি। ৪৮ এক ক্ষুরে মাথা মুড়ানো অর্থ একই দলভুক্ত। ৪৯ ধরাকে সোর জ্ঞান করা অর্থ সকলকে তুচ্ছ ভাবা। ৫০ দুধে ভ্যাট থাকা অর্থ খেয়ে পরে সুখে থাকা।



বিভিন্ন বাগধারার চাকরির পদ্ধতিঃ শিরে সংক্লান্তি অর্থ আসন্ন বিপদ

নয়ছয় অর্থ অপচয়

গোল্লায় যাওয়া অর্থ নষ্ট হওয়া

গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা

চোখের বালি অর্থ শত্রু

গাছ পাথর অর্থ হিসাব নিকাশ

অন্তর টিপুনী অর্থ গোপন ব্যাখ্যা

আট প্রহর অর্থ সারা রাত



 

লেজে খেলানো অর্থ বশীভূত করে রাখা

নজর লাগা অর্থ অশুভ দৃষ্টিতে

শিবরাত্রির সলতে অর্থ একমাত্র সন্তান

কার মাথায় হাত ভুলিয়েছ অর্থ ফাঁকি দেওয়া

হাত ভারি অর্থ কৃপণ

রামগড়ুয়ের ছানা অর্থ গোমড়ামুখো লোক

নিরান্নবইয়ের ধাক্কা  অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি

Tags

Post a Comment

1 Comments
  1. অসাধারণ পোস্ট। এডমিনকে ধন্যবাদ এমন উপকারী কনটেন্ট শেয়ার করার জন্য।

    ReplyDelete

Top Post Ad

Bottom Post Ad